ঢাকা ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
বরিশাল সিটি কর্পোরেশনের কাছে ৬০ কোটি টাকা বিদ্যু বিল পাওনা হয়েছে ওজোপাডিকোর। একারনে নগরীর ৪৩টি সড়ক বাতির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রোববার রাত থেকে এ সড়কগুলো অন্ধকারে রয়েছে। এ নিয়ে বকেয়া বিদ্যু বিলের জন্য ২য়বারের মত সংযোগ বিচ্ছন্ন করা হল। ওজোপাডিকোর বরিশালের পরিচালন ও সংরক্ষণ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম তারিকুল ইসলাম রোববার সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি নিশ্চিত করেছেন।
যদিও সংযোগ বিচ্ছন্ন করার ২৪ ঘন্টা পরেও বিসিসির সংশ্লিষ্ট কর্মকতা বিষয়টি জানেন না বলে মিয়িাকে জানিয়েছেন।
প্রকৌশলী এটিএম তারিকুল ইসলাম বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশে রোববার নগরীর ৪৩টি সড়কের বাতির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এখনো ১৫/১৬টি সড়কের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি।’
এ প্রকৌশলী আরও বলেন, ‘বকেয়া পরিশোধ করলে বাকি সড়কের সংযোগ বিচ্ছিন্ন করা হবে না। সিটি কর্পোরেশনের কাছে ৬০ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। তারা মৌখিকভাবে দেয়ার কথা বলেছিল, কিন্তু দেয়নি। তাই বন্ধ করতে হয়েছে।’
ওই সময়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম তারিকুল ইসলাম জানান, এখন থেকে প্রতিমাসের বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধ ও বকেয়া যে বিল রয়েছে সেটি ধীরে ধীরে পরিশোধ করার বিষয়ে সিদ্ধান্ত হয়।
তত্ত্বাবধায়ক প্রকৌশলী রোববার রাতে এ বিষয়ে বলেন, ‘সিদ্ধান্ত অনুযায়ী পাওনা পরিশোধে দফায় দফায় চিঠি পাঠানো হয়েছে। কিন্তু সিটি করপোরেশন থেকে আশানুরূপ কোনো সাড়া দেয়া হয়নি।’
ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন বলেন, ‘তার আওতাধীন ১৬টি সড়কের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, ‘কখন বন্ধ করেছে, আমি জানি না। খোঁজ নিয়ে বলতে পারব।’
এর আগে ২০২০ সালের ২০ সেপ্টেম্বর নগরীর ১৫টি সড়কের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। দুই দিন পর ২২ সেপ্টেম্বর বরিশাল বিভাগীয় কমিশনারের মধ্যস্থতায় সিটি করপোরেশন ও ওজোপাডিকোর মধ্যে সমঝোতা বৈঠক হয়। বৈঠকের পর সমস্যার সমাধান হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও বিভাগীয় কমিশনার আমিন উল আহসান।এর ৫ মাস পর আবারও সড়কের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হল।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network