ঢাকা ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১০ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৩
ভোলার দৌলতখান উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর, দোকান, কারখানা ও ১৯টি গোডাউন পুড়ে গেছে। এতে ৩ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।শনিবার (১৫ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বাংলাবাজার পূর্ব মাথায় এ অগ্নিকাণ্ড ঘটে। এতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দোকান ও গোডাউনের ভিতরে থাকা সকল পণ্য ও নগদ টাকা পুরে ছাই হয়ে গেছে। আগুনের তীব্রতায় মালামাল বের করতে পারেননি তারা। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. লিটন বলেন, ভোরে একটি বেকারির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দুটি বসতঘর, একটি বেকারির দোকান, একটি প্লাস্টিক কারখানা ও ১৯ টি গোডাউন পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ করছি। দৌলতখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্তের পর বলা যাবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: ডাক্তার জি.কে চক্রবর্তী।
প্রকাশকঃ ডাক্তার এস এম জাকির হোসেন।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network