ঢাকা ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৩
বরিশালের বাকেরগঞ্জে খ্রিস্টান ধর্মালম্বী পবিত্র গোমেজ নামের একজন তরুন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুক্রবার (১৪ জুলাই) জুমার নামাজের পূর্বে উপজেলার কালিগঞ্জ বায়তুল আমান জামে মসজিদে পবিত্র কালেমা পাঠের মাধ্যমে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইতিপূর্বে সে তার নাম পবিত্র গোমেজ পরিবর্তন করে আদালতের মাধ্যমেও এফিডেভিট করেছে। সুত্রে জানা গেছে, ইসলাম ধর্ম গ্রহণকারী পবিত্র গোমেজ রঙ্গশ্রী ইউনিয়নের কালিগঞ্জ বাজার কেন্দ্রীয় বায়তুল আমান জামে মসজিদের খতিব মো. মাহমুদুল হাসানের হাতে হাত রেখে পবিত্র জুমার নামাজের পূর্বে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তার বর্তমান নাম মো. আবদুল্লাহ। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন খলিফা শতশত মুসুল্লিদের সামনে ইসলাম ধর্ম গ্রহণকারী মোঃ আবদুল্লাহকে স্বাগত জানায় এবং ইসলাম ধর্ম গ্রহণ করায় যদি তিনি কোন সমস্যার সম্মুখীন হন সকলে মিলে তাকে সর্বাত্মক সহায়তা করার আশ্বাস প্রদান করেন। জুমার নামাজের পরে তার জন্য দোয়া ও তাবারক বিতরন করা হয়। উল্লেখ্য ইসলাম ধর্ম গ্রহণকারী পবিত্র গোমেজ ওরফে মো. আবদুল্লাহ খুলনা জেলার সোনাডাঙ্গা থানার অনুকূল বাড়ৈর ছোট পুত্র। সে বিগত ৫-৬ বছর যাবত উপজেলার কালিগঞ্জ বাজারের সুজনের স্টিলের আলমারির দোকানে কাজ করছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: ডাক্তার জি.কে চক্রবর্তী।
প্রকাশকঃ ডাক্তার এস এম জাকির হোসেন।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network