ঢাকা ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৩
ভারতের যাবতীয় পাঠ্যপুস্তক থেকে ইন্ডিয়া নামটি ছেঁটে ফেলা হলো। ইন্ডিয়া এখন থেকে ভারত বলে চিহ্নিত হবে। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং এর এই সিদ্ধান্তে ভারতজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, লোকসভা নির্বাচনে বিরোধী ‘ইন্ডিয়া’ গোষ্ঠী ও মমতা বন্দোপাধ্যায়কে যে কেন্দ্রীয় সরকার ভয় পাচ্ছে এটা তারই প্রমাণ। এই শীতকালীন অধিবেশনে সংবিধান সংশোধন না করে ইন্ডিয়ার নাম ভারত করে দেয়া হয়!
উল্লেখ্য, ভারতীয় সংবিধানের এক নম্বর অনুচ্ছেদে ইন্ডিয়া এবং ভারত দুটি নামই সিদ্ধ বলা হয়েছে। কিছুদিন আগে জি টোয়েন্টি সামিটে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার নৈশভোজের আমন্ত্রণপত্রে রাষ্ট্রপতি, ভারত- শব্দবন্ধটি ব্যবহার করেন। নরেন্দ্র মোদির পরিচয় তুলে ধরা হয় পিএম অফ ভারত বলে। দেশের যাবতীয় পাঠ্যপুস্তক থেকে ইন্ডিয়া নাম ছেঁটে ফেলার অর্থই হলো ভারত নামে নিজেদের পরিচয় করানো। ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপে খেলছে টিম ইন্ডিয়া হিসেবেই। তবে কি টিম ইন্ডিয়া উঠে গিয়ে ভারতীয় ক্রিকেট দলও টিম ভারত বলে চিহ্নিত হতে চলেছে?
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network