আওয়ামী লীগ ও বিএনপিকে তাদের পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি
রাজনৈতিক দলগুলোর ২৮ অক্টোবরের পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা নিয়ে উৎকণ্ঠা বিরাজ করছে। এখনো কোনো দলকেই এখনো আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়নি।
তবে আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপিকে তাদের পছন্দের জায়গাতেই সমাবেশ করতে দেওয়া হবে।
ডিএমপির একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেন, দুই দলই পছন্দের জায়গায় অনুমতি পাবে। ঝামেলা করলে সর্বোচ্চ কঠোর হবে পুলিশ। তবে জামায়াতকে কোনো ভাবেই মাঠে নামতে দেবে না ডিএমপি।
এদিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন (ক্রাইম অ্যান্ড অপারেশন) বলেন, ‘এখনো লিখিতভাবে কোনো দলকে অনুমতি দেওয়া হয়নি। আগামীকাল সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে। ঢাকার প্রবেশমুখে প্রত্যেকটা জায়গায় চেকপোস্ট বসবে ও তল্লাশি করা হবে।’
ডিএমপির সূত্র বলছে, জামায়াত যেখানেই নামবে তাঁদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে পুলিশ।
<p>সম্পাদক: কাজী মফিজুল ইসলাম</p>
Copyright © 2025 বরিশাল প্রতিদিন. All rights reserved.