ঢাকা ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৪
ভোলার লালমোহনে অবৈধ জাল জব্দ করতে গিয়ে জেলেদের হামলার শিকার হয়েছেন উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মো. তানভীর আহমেদ (৩১)। তিনি লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় শুক্রবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে লালমোহন থানায় মামলা করেছেন ওই কর্মকর্তা।লালমোহন উপজেলার মেরিন ফিশারিজ অফিসার মো. তানভীর আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া স্লুইচগেট এলাকায় তার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তারা অবৈধ বেহুন্দি জাল ও ট্রলার জব্দ করেন। এতে স্থানীয় জেলে আলিউদ্দিন মাঝি, সুজন মাঝি ও আলী নূর মাঝির নেতৃত্বে প্রায় শতাধিক পুরুষ ও নারী জেলে তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে জাল ও ট্রলার ছিনিয়ে নেন। এ সময় তাকে ট্রলার থেকে ফেলে দেন হামলাকারীরা।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম জানান, মেরিন ফিশারিজ অফিসার বাদী হয়ে রাতে ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলাটির তদন্ত চলছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network