ঢাকা ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৪
পিরোজপুরের ইন্দুরকানীতে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে কলেজ ছাত্রী অবস্থান করেছেন। সোমবার রাতে উপজেলা রামচন্দ্রপুর গ্রামে কার্তিক মন্ডলের বাড়ীতে নাজিরপুর উপজেলার মনোজ কুমার মিস্ত্রির মেয়ে মিতালি (পিংকি রানী) বিয়ের দাবীতে অবস্থান করেন।
জানা যায়, উপজলা রামচন্দ্রপুর গ্রামের কার্তিক মন্ডলের ছেলে খুলনা ডিপ্লোমা কলেজের ছাত্র সৌখিন মন্ডলের সাথে নাজিরপুর উপজেলা মনোজ কুমারের মেয়ে নাজিরপুর কলেজে ডিগ্রি পড়–য়া ছাত্রী পিংকি দীর্ঘ ৪ বছর আগে মুঠোফোনে পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমে সর্ম্পকে গড়ে উঠে।
তাদের মধ্যে একাধিক বার বিভিন্ন স্থানে দেখাশুনা হয়। মেয়ে বাবা ছেলেকে বিয়ের প্রস্তাব দিলে সে বিয়ে প্রত্যাখান করেন। পিংকি সোমবার বিকালে কৌশলে এসে ছেলের বাড়ীতে অবস্থান করেন। পরে ছেলে মেয়েকে দেখে বিবাহ করতে রাজি না হলে ঘটনাটি জানাজানি হয়।
স্থানীয় মেম্বার জোবায়ের তালুকদার থানায় খবর দিলে ছেলে মেয়েকে পুলিশ হেফাজতে রাখা হয়। ছেলে মেয়ের উভয় সম্মতিক্রমে তাদের পিরোজপুর নোটারি মাধ্যমে ও কালিমন্দিরে গিয়ে বিয়ের কাজ সম্পন্ন করেন।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network