ঢাকা ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৪
বরগুনায় সদর ও আমতলী উপজেলায় মৎস্য অধিদপ্তরের বিশেষ কম্বিং অভিযানে কারেন্ট জাল, চায়না দুয়ারী, বেহুন্দী ও চরগড়া জাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বিষখালী ও পায়রা নদীর বিভিন্ন পয়েন্টে বিশেষ কম্বিং অভিযান-২০২৪ উপলক্ষে দিনব্যাপী অভিযানে পাঁচটি বেহুন্দী জাল, ১১টি চরগড়া জাল, একটি চিংড়ি জাল, নিষিদ্ধ কারেন্ট জাল আনুমানিক ৫৫ হাজার ২০০ মিটার জাল জব্দসহ ২০টি বেহুন্দী পয়েন্ট কাটা হয়। জব্দ করা জালের মূল্য প্রায় ১০ লাখ টাকা।
উন্মুক্ত স্থানে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় এবং সাড়ে ৭ কেজি জাটকা দুটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network