ঢাকা ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৪
পাওনা টাকা ফেরত চাওয়ায় স্বামী-স্ত্রী ও দেড় বছর বয়সী শিশুর মুখে এসিড মেরে ঝলসে দেওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) রাত ৯টায় বরিশাল সদর উপজেলার চর নেহালগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী রিয়াজ হাওলাদার, তার স্ত্রী খাদিজা ও দেড় বছর বয়সী সন্তান জান্নাতী গুরুতর আহত হয়েছেন।
বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রিয়াজ হাওলাদার জাগো নিউজকে বলেন, আমার চাচা খালেক হাওলাদারের ছেলে ফিরোজ ও মিরাজ সাত বছর আগে ট্রলার কেনার জন্য আমার কাছ থেকে এক লাখ টাকা নিয়েছেন। দীর্ঘদিন ধরে সেই টাকা ফেরত চাইলে তারা টাকা না দিয়ে হুমকি দিয়ে আসছিলেন।
তিনি আরও বলেন, শুক্রবার রাতে আমি স্ত্রী ও শিশু সন্তান জান্নাতীসহ শুয়ে ছিলাম। এসময় ফিরোজ, মিরাজ, নিজাম ও নাসির জানালা দিয়ে আমাদেরকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে। এসিডে আমরা ৩ জনই ঝলসে যাই।
তিনি বলেন, বিরোধ থাকলে আমার সঙ্গে আছে। আমার শিশু সন্তানটির কি দোষ। তার গায়ে কেন এসিড নিক্ষেপ করা হলো। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগীদের সঙ্গেও কথা বলেছি। জড়িতদের আটকের চেষ্টা চলছে। কিন্তু ঘটনার পরপরই ঘটনার সঙ্গে জড়িতরা আত্মগোপনে চলে গেছেন।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network