ঢাকা ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০
ঝালকাঠি প্রতিনিধি ॥
ঝালকাঠি সদর উপজেলার মীরাকাঠি গ্রামের একটি পারিবারিক মন্দিরের কালির প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার গভীর রাতে স্থানীয় সরকার বাড়ির মন্দিরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আজ বুধবার সকালে গোয়েন্দা বিভাগের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করছে।
ওই বাড়ির অশোক সরকার জানান, কালীপূজা উপলক্ষে পার্শ্ববর্তী গ্রামে গভীররাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের চলে। এ অনুষ্ঠান উভোগ করতে তারাও সেখানে যান। অনুষ্ঠান শেষে রাতে বাড়ি ফিরে এসে সবাই ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে নিজেদের বাড়ির মন্দিরের কালি প্রতিমার মুখমন্ডলের জিহ্বা এবং শিব দেবতার মাথা ভাঙা দেখতে পান। খবর পেয়ে ঝালকাঠির গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানিয়েছে, তিনি লোকমুখে খবর পেয়েছেন। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network