ঢাকা ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২০
ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক হরলাল মধু করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১২টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. হুমাইয়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৫ নভেম্বর রাতে জ্বর, ঠান্ডা ও গলাব্যথা শুরু হলে প্রথমে বিষয়টি স্বাভাবিক জ্বর মনে করেন হরলাল মধু। পরে কোনো পরিবর্তন না হলে শনিবার (৭ নভেম্বর) সকালে ভোলা সদর হাসপাতালে করোনা ইউনিটে গিয়ে পরীক্ষা করেন। রাতে রিপোর্ট পজিটিভ আসে।
পরে অবস্থায় অবনতি হলে গত বুধবার (১১ নভেম্বর) তিনি বরিশাল শেরে বাংলা মেডিকেলের করোনা ইউনিটে ভর্তি হন। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে তিনি মারা যান।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network