দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জামায়াত

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৫

দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জামায়াত

নিজেদের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লাসহ নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এর আগে গত ৪ জুন দাঁড়িপাল্লাসহ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরত দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় ইসি। ওই দিনের সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী তাদের প্রতিনিধিদলের মাধ্যমে আমাদের কাছে একটি আবেদন করেছে যে তারা চায় তাদের দাঁড়িপাল্লা যে দলীয় প্রতীকটি ছিল, সেই প্রতীকও যেন অন্তর্ভুক্ত হয়। এটা নিয়ে বিশদ আলোচনা করেছি। যে বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে, তার মধ্যে আছে—‘‘স্ট্যাটাসকো এনটে’’ বলতে কী বোঝায়, অর্থাৎ ২০১৩ সালে জামায়াতের দলীয় নিবন্ধনের সঙ্গে প্রতীক ছিল, সেটি বিবেচনায় নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, ২০১৩ সালে জামায়াতের নিবন্ধন বাতিল বাতিল করে ইসি।

সংবাদটি শেয়ার করুন