জাতীয় পরিচয়পত্র সেবায় অনিয়ম: বরিশালসহ ১৩ জেলা নির্বাচন অফিসে দুদকের একযোগে অভিযান

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৫

জাতীয় পরিচয়পত্র সেবায় অনিয়ম: বরিশালসহ ১৩ জেলা নির্বাচন অফিসে দুদকের একযোগে অভিযান

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবায় অনিয়ম, তথ্য সংশোধনে দুর্নীতি ও হয়রানির অভিযোগে দেশের ১৩টি জেলা নির্বাচন অফিসে একযোগে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার সকালে দুদকের বিভিন্ন জেলা কার্যালয় থেকে এ অভিযান শুরু হয়। দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বলেন, জেলা নির্বাচন অফিসগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে এনআইডি প্রস্তুত, সংশোধন ও বিতরণে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। যে ১৩ জেলায় অভিযান চলছে সেগুলো হলো রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও জামালপুর। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, এসব জেলায় সেবা পেতে নাগরিকদের ঘুষ দিতে বাধ্য হওয়ার মতো অভিযোগ উঠেছে। অভিযোগ অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনে পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন