ঢাকা ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৫
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রার্থীদের বাছাই এরই মধ্যে সম্পন্ন করেছে দলটি।
জানা গেছে, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, খুলনা ও সিলেটসহ বিভিন্ন বিভাগের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে একান্তভাবে সাক্ষাৎ করেন দলটির কেন্দ্রীয় নেতারা। আলোচনার মাধ্যমে প্রতি আসনে একজন করে প্রার্থী চূড়ান্ত করা হয়।
ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ বাসসকে বলেন, ইতোমধ্যে দুই ধাপের সাক্ষাৎকার শেষ হওয়ায় সব মিলিয়ে ৩০০ আসনের প্রার্থী তালিকা দ্রুতই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ও রাজনৈতিক সংস্কার আমাদের অগ্রাধিকার। আমরা পিআর পদ্ধতিতে উভয়কক্ষে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছি এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণে সচেষ্ট থাকব।’
আগামী নির্বাচনকে সহিংসতামুক্ত ও সুষ্ঠু করার জন্য সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করা জরুরি বলে মনে করেন ইসলামী আন্দোলনের মহাসচিব। তিনি বলেন, নির্বাচন কমিশন ও সরকারকে এ বিষয়ে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network