জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে পুলিশ

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, জুন ২২, ২০২৫

জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে পুলিশ

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার। এ জন্য নির্বাচনসংশ্লিষ্ট সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুতি নিতে বলা হয়েছে সরকারের নীতিনির্ধারক পর্যায় থেকে। এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশনের (ইসি) পাশাপাশি বাংলাদেশ পুলিশও নিজেদের প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে। অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানে ইসিকে সহায়তা করতে পুলিশে শিগগিরই শুরু হবে প্রশিক্ষণ কর্মসূচি। এ জন্য নতুন প্রশিক্ষণ কারিকুলাম ও ডকুমেন্টারি তৈরি করতে যাচ্ছে পুলিশ সদর দপ্তর।ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম গতকাল শুক্রবার আমাদের সময়কে বলেন, আমরা পুলিশকে নির্বাচন উপযোগী করে গড়ে তুলতে পরিকল্পনা শুরু করেছি। প্রশিক্ষণের মাধ্যমে মাঠ পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। একটি সুন্দর ভোট অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সহায়তা করতে আমরা তৈরি হচ্ছি।

 

  1. জানা গেছে, গত ২৯ এপ্রিল পুলিশ সপ্তাহ ২০২৫ উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতির ওপর জোর দেন। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি নির্বাচনের পরিবেশ তৈরি করতে মাঠপর্যায়ের পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও নিরপেক্ষ থাকার প্রতিও গুরুত্বারোপ করেন। পুলিশ সপ্তাহের তিন দিনব্যাপী অনুষ্ঠানে আলোচনায় আগামী জাতীয় নির্বাচনের প্রসঙ্গ উঠে আসে।
সংবাদটি শেয়ার করুন