ঢাকা ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ভোলার কৃতিসন্তান হাসিবুর রহমান মারা গেছেন। আজ রাত ১০ টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে মারা যান তিনি।
প্রত্যক্ষদর্শী লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী আয়াতুল্লাহ আল মাহমুদ জানান, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক এবং সদস্যসচিবের সাথে পুরান ঢাকার স্টার কাবাব রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছিলাম আমরা। এসময় হঠাৎ হাসিব ভাই কেমন করছিলেন যেনো। ভাই আমাকে বলেছিলো আমি নিঃশ্বাস নিতে পারছিনা, আমার শ্বাসকষ্ট হচ্ছে। আমি তাকে দ্রুত পানি দেই। পানি নেওয়ার আগেই উনি পড়ে যান, আমি ওনাকে পিছন থেকে ধরে ফেলি। জরুরি ভাবে আমরা তাকে হাসপাতালে ভর্তি করাই, ডাক্তার সেখানে তাকে মৃত ঘোষণা করে।
ন্যাশনাল মেডিক্যালের দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ রুহুল আমিন জানান, তাকে যখন নিয়ে আসা হয় তার পালস ছিলো সামান্য। পরে যখন আমরা ইসিজি করি, ইসিজি সম্পূর্ণ প্লেন এসেছে। আমরা ধারণা করছি উনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।
উল্লেখ্য, হাসিবুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি বরিশাল বিভাগের ভোলা জেলায়।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network