ইলিশ রক্ষায় ১৭ যুদ্ধজাহাজ মোতায়েন

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০২৫

ইলিশ রক্ষায় ১৭ যুদ্ধজাহাজ মোতায়েন

ইলিশ মাছের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান শুরু করেছে বাংলাদেশে নৌবাহিনী। অভিযানের অংশ হিসেবে দেশের ৯ জেলায় নদীতে ১৭টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে নৌবাহিনী। মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে কেউ ইলিশ আহরণ, পরিবহন এবং বিপণনে জড়িত হলে ব্যবস্থা নেবে সংস্থাটি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকার ঘোষিত এ নির্দেশনা বাস্তবায়নে সমুদ্র, নদী ও উপকূলীয় এলাকায় কঠোর নজরদারি চালাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কর্মসূচির আওতায় নৌবাহিনীর ১৭টি যুদ্ধজাহাজ দেশের নয়টি জেলায় টহল দিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন