ঢাকা ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৫

এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাড়িভাড়া ৫ শতাংশ অথবা ন্যূনতম দুই হাজার টাকা দেওয়ার পরিকল্পনা চলছে। অর্থ মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে এমনই সবুজ সংকেত মিলেছে। মন্ত্রণালয় বলছে, প্রথমিকভাবে বাড়িভাড়ার অর্থ বাড়াতে ৯৫০ কোটি টাকা খরচ হবে। পরবর্তী বছর থেকে এই হার বৃদ্ধির পরিকল্পনাও সরকারের রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এমপিও শাখার একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘বর্তমানে অর্থ উপদেষ্টা দেশের বাইরে অবস্থান করছেন। কিন্তু শিক্ষকদের যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় অর্থ বিভাগের সঙ্গে বুধবারও একাধিকবার যোগাযোগ করেছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে ২০ শতাংশ বৃদ্ধির দাবি করা হলেও সাড়া পাওয়া যায়নি। এরপর ১০ শতাংশ বৃদ্ধির জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network