৩০০ আসনই আমাদের লক্ষ্য: চরমোনাই পীর

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৫

৩০০ আসনই আমাদের লক্ষ্য: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন পরিবেশ তৈরি হয়েছে, নতুন বাস্তবতা সৃষ্টি হয়েছে। নির্বাচনের মাঠ সবার জন্য উন্মুক্ত। দেশের মানুষ ইসলামের জন্য ব্যাকুল হয়ে আছে। এমন পরিস্থিতিতে ইসলামী আন্দোলন ৩০০ আসনে বিজয়ের জন্যই লড়াই করবে,৩০০ আসনই আমাদের লক্ষ্য । সংগঠন সেভাবেই প্রস্তুতি নিচ্ছে।

বুধবার পুরানা পল্টন কার্যালয়ে দলের কেন্দ্রীয় কমিটির এক জরুরি মিটিংয়ে তিনি এসব কথা বলেন

মুফতি রেজাউল করীম বলেন, পিআর নিয়ে আমরা শেষ দিন পর্যন্ত আন্দোলন করে যাব। কারণ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে পিআর ছাড়া আর কোন উপায় নাই। একই সঙ্গে বিকল্প পদ্ধতি হিসেবে এফটিপিটি পদ্ধতির প্রস্তুতি আমাদের চলমান থাকবে, ৩০০ আসনই আমাদের লক্ষ।

সংবাদটি শেয়ার করুন