ভারতে পালানোর সময় ব‌রিশাল ও বরগুনার আওয়ামী লীগের দুই নেতা আটক

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৫

ভারতে পালানোর সময় ব‌রিশাল ও বরগুনার আওয়ামী লীগের দুই নেতা আটক

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আজাদ রিপন (৪৮) ও বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুর রহমান ইকবালকে (৫৭) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ভেলারপাড় ব্রিজ এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাদের দিনাজপুর কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আটক মাহমুদুল আজাদ রিপন বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বরগুনা সদর উপজেলার চর কলোনি এলাকার আজহার আলীর ছেলে।
হাফিজুর রহমান ইকবাল বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি বরিশালের উজিরপুর উপজেলার কেশবকাবী গ্রামের রফিজ উদ্দিনের ছেলে।
সংবাদটি শেয়ার করুন