ঢাকা ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৫
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যদরা আলোচিত বাকপ্রতিবন্ধি নারীধর্ষণসহ একাধিক মামলার আসামি জাকির হাওলাদারকে আটক করেছে।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার মৌকরন থেকে তাকে আটক করা হয় বলে জানায় র্যাব।
র্যাব সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে পটুয়াখালী জেলার সদর থানাধীন এলাকায় সংঘটিত ধর্ষণ মামলার প্রধান আসামি মো. জাকির হাওলাদারকে (৪০) আটক করতে সক্ষম হন তারা। জাকির একই এলাকার মৃত রশিদ হাওলাদারের ছেলে।
র্যাব আরও জানায়, ভিকটিম একজন বাকপ্রতিবন্ধি নারী। তার স্বামী পেশায় আইসক্রিম বিক্রেতা। গত ২৪ মে ভিকটিমের স্বামী আইসক্রিম বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে সেই সুযোগে আসামি মো. জাকির হাওলাদার ও তার সহযোগীরা জোরপূর্বক ভিকটিমের বাড়িতে প্রবেশ করে তাকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ধর্ষণ করেন। ভিকটিমের চিৎকারে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে এলে আসামিরা পালিয়ে যান। এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভিকটিম। এ ঘটনার পর পরই পুলিশের পাশাপাশি ছায়া তদন্তে নামে র্যাব -৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা। এ সময় প্রধান আসামির পিসিপিআর যাচাই করে দেখতে পান তার নামে পটুয়াখালী সদর ও দুমকি থানায় একাধিক মামলা রয়েছে।আটকের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network