বাকেরগঞ্জে মহানবীকে নিয়ে কটুক্তিকারীকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে থানা ঘেরাও

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫

বাকেরগঞ্জে মহানবীকে নিয়ে কটুক্তিকারীকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে থানা ঘেরাও

স্টাফ রিপোর্টার ॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কুটক্তি করে ফেসবুক আইডিতে পোস্ট দেয়ার অভিযোগে সৌরভ দত্তকে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে থানা ঘেরাও, সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৬ টা থেকে সাড়ে ৮ টা পর্যন্ত ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্যোগে দুই ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
এরআগে শুক্রবার দিবাগত রাত সোয়া ১২ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত একই দাবিতে মুসল্লিরা বাকেরগঞ্জ থানা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।
অভিযুক্ত সৌরভ দত্ত বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের বেবাজ গ্রামের বাবুল দত্তের ছেলে।
বক্তারা বলেন, মহানবী (সা.)-এর নিয়ে কটূক্তি করে ফেসবুক আইডিতে পোস্ট দেয়া সৌরভ দত্তকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং মুসলিম উম্মাহকে ঈমানি দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। তারা ঘোষণা দেন, “বিশ্বনবীর সম্মান রক্ষায় আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।”
এছাড়াও স্থানীয় আলেম-ওলামারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দায়িত্বে অবহেলার অভিযোগে থানার ওসি আবুল কালাম আজাদ ও সেকেন্ড অফিসার এসআই তোফাজ্জেলকে শনিবার বিকেল ৫ টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম দেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। শান্তিপূর্ণ এই বিক্ষোভ সমাবেশে দলমত নির্বিশেষে শত শত ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
সড়ক অবরোধের খবর পেয়ে সকাল ৮ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার বাসস্ট্যান্ডে গিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে বিক্ষোভকারীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়ে তাদেরকে সড়ক অবরোধ প্রত্যাহার করার অনুরোধ করেন।
এ বিষয়ে জানতে চাইলে ওসি আবুল কালাম আজাদ জানান, মহানবী (সাঃ) কে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে সৌরভ দত্তকে শনিবার রাতেই পুলিশ গ্রেপ্তার করেছে। আইনের মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

সংবাদটি শেয়ার করুন