ঢাকা ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০
শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর
বরিশালের উজিরপুরে শিশুকে যৌন অনাচার করার অপরাধে আবুল হাসান হাওলাদার নামের এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ওই শিশু পুত্রের মা পপি বেগম বাদী হয়ে ইমাম আবুল হাসান হাওলাদারকে আসামী করে ২২ নভেম্বর রবিবার সকালে উজিরপুর মডেল থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনের ৯’র (১) ধারায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই ওসি জিয়াউল আহসানের নির্দেশনায় থানার উপ-পরিদর্শক রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে বান্না গ্রাম থেকে ইমাম আবুল হাসান হাওলাদারকে (৩১) গ্রেফতার করে।পরে তাকে বরিশালে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। মামলাসূত্রে জানা গেছে উজিরপুর উপজেলার দক্ষিণ বান্না জামে মসজিদের ইমাম আবুল হাসান হাওলাদারের কাছে ওই এলাকার কামাল সিকদারের ছেলে আলাল সিকদারসহ বেশ কয়েকজন শিশু মক্তবে আরবী পড়তে যায়। প্রতিদিনের মতো ২১ নভেম্বর ভোর সাড়ে ৫টায় আলাল সিকদার মসজিদের ইমাম আবুল হাসান হাওলাদারের কাছে আরবী পড়তে বক্তবে যায়। প্রতিদিন সকাল ৭টায় ছুঁটি হলেও সে সাড়ে ৭টায়ও বাসায় ফিরে না আসায় তাকে খুঁজতে বের হওয়ার করার এক পর্যায়ে সে বিমর্ষ অবস্থায় বাড়ি ফিরে আসে। তাকে সকালের নাস্তা খেতে বললেও না খেয়ে সে মনমরা অবস্থায় বসে থাকে এবং বার বার থুথু ফেলে ও বমির চেষ্টা করে। পরে সে জানায় ইমাম তার সাথে অনৈতিক তাজ করেছে। ন্যক্কারজনক এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সঞ্চার হওয়ার পাশাপাশি এলাকায় নিন্দার ঝড় বইছে। এলাকাবাসী লম্পট এ ইমামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। এ প্রসঙ্গে উজিরপুর মডেল তানার ওসি জিয়াউল আহসান বলেন ঘটনাটি অত্যন্ত ঘৃনিত ও লজ্জাজনক। এ ব্যপারে মামলা নিয়ে আসামীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network