ঢাকা ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০
মোঃমিজানুর রহমান জুয়েল, মনপুরা ভোলা প্রতিনিধিঃ ভোলার মনপুরায় সম্ভাবনাময় ও প্রতিভাবান ক্ষুদে বিজ্ঞানীর খুঁজতে ও শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্কভাবে তৈরির লক্ষ্যে মনপুরা উপজেলা দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬নভেম্বর) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ফিতা কেটে মেলা উদ্ধোবধন করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিসেস সেলিনা আক্তার চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি এ.কে.এম শাহাজাহান। প্রেসক্লাব সভাপ্রতি ও হাজির হাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক আলমগীর হোসেন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানশিক্ষক ও সহকারি শিক্ষকসহ এবং মেলায় অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীবৃন্দ।
মেলায় উপজেলার ৩টি কলেজ ও ৫টি স্কুলসহ মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩টি গ্রুপে বিভক্ত হয়ে মেলায় অংশ গ্রহন করেন। এতে সিনিয়র গ্রুপের সরকারি মনপুরা ডিগ্রী কলেজ ও জুনিয়র গ্রুফ থেকে সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রথম এবং হাজির হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় ও মনপুরা মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় স্হান হয়।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষে প্রধান অতিথি বিজয়েদের মাঝে পুরষ্কার তুলে দেন। এই সময় মঞ্চে উপস্থিত ছিলেন মনপুরা প্রেসক্লাব সভাপতি ও হাজির হাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক আলমগীর হোসেন,পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা এইচ এম সুমন। মৎস্য কর্মকর্তা আবদুল গাফফার। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় মনপুরা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞার সভাপ্রতিত্ব করেন।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network