ঢাকা ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০
স্টাফ রিপোর্টার ॥ টানা ৬ মাস পর অধ্যক্ষ পেলো বরিশালের ঐতিহ্যবাহি সরকারি ব্রজমোহন কলেজ। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদ থেকে বিএম কলেজের অধ্যক্ষ পদে পদায়ন হয় মু. জিয়াউল হকের। বৃহস্পতিবার সকালে মু. জিয়াউল হক বিএম কলেজের অধ্যক্ষ’র দায়িত্ব গ্রহণ করেন। এসময় তাকে কলেজ শিক্ষক পরিষদের নেতারা এবং অন্যান্য শিক্ষকরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে মঙ্গলবার শিক্ষা মন্ত্রনালয়ের এক আদেশে মু. জিয়াউল হককে ব্রজমোহন কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়। এর আগে তিনি ঢাকা ও বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে কর্মরত ছিলেন। প্রসঙ্গত, ৬ মাস পর অধ্যক্ষ পেয়েছে সরকারি ব্রজমোহন কলেজ। অধ্যাপক মু. জিয়াউল হক এই কলেজের ৬৬তম অধ্যক্ষ। এর আগে টানা ২৯ মাস অর্থাৎ চলতি বছরের মে মাস পর্যন্ত কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেন শফিকুর রহমান সিকদার। ২৯ মে তিনি ৬৫ তম অধ্যক্ষ হিসেবে বিএম কলেজ থেকে তিনি অবসর গ্রহণ করেন।##
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network