ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০
পিছিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ দলের বাংলাদেশ সফর। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ৭ জানুয়ারি আসার কথা ছিল। কিন্তু তা এক সপ্তাহ পিছিয়ে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে চূড়ান্ত করা হয়েছে।
সেই সঙ্গে কোয়ারেন্টাইনের সময়ে অনুশীলনের সুবিধাও পাবে ক্যারিবিয়ানরা। এদিকে, সূচি চূড়ান্ত না হলেও ভেন্যু হিসেবে চূড়ান্ত হয়েছে ঢাকা আর চট্টগ্রামের নাম।
বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশের নিরাপত্তা আর কোভিড পরিস্থিতির সবশেষ অবস্থা পর্যবেক্ষণে, দুই সদস্যের ক্যারিবিয়ান দলের আগমনে জট খুলতে শুরু করেছে টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের। তাদের দেয়া সংকেতের আগেই সিরিজ নিয়ে ইতিবাচক বিসিবি। শুরু করে দিয়েছে পরিকল্পনা।
তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় কিছুটা পিছিয়ে যাচ্ছে সফরটি। জানুয়ারির প্রথম সপ্তাহে নয়, উন্ডিজরা আসবে দ্বিতীয় সপ্তাহে।
নিয়ম মেনে কোয়ারেন্টাইনে থাকতে হবে গোটা ক্যারিবিয়ান দলকে। তবে সে সময়ে তারা পাবে অনুশীলনের সুবিধা। ভেন্যু হিসেবে ঢাকার সঙ্গে সিলেটের নাম আসলেও আপাতত সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে বোর্ড। খেলা হবে মিরপুর আর চট্টগ্রামে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network