ঢাকা ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০
বরিশাল নগরীর একটি নির্মাণাধীন ভবন থেকে আবদুল কুদ্দুস (৪৫) নামে এক নির্মাণশ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর কলেজ অ্যাভিনিউয়ের ছয়তলা নির্মাণাধীন ওই ভবন থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত আবদুল কুদ্দুস ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ৪নং রানাপাশা গ্রামের বাসিন্দা। তিনি নগরীর পলাশপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং ওই নির্মাণাধীন ভবনে টাইলসের কাজ করতেন।
নির্মাণাধীন ভবনের মালিক রাশেদ মাহামুদ অপু জানান, সকাল ৬টার দিকে ভবনের নিচতলায় ওই শ্রমিকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এর পর পুলিশকে জানানো হলে তারা মরদেহ উদ্ধার করে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার মো. রাসেল জানান, নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি শারীরিকভাবে অসুস্থ ছিলেন আবদুল কুদ্দুস। সুরতহাল ও ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে বলে জানান সহকারী কমিশনার।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network