ঢাকা ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০
স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের সাবেক পরিচালক ও অবসরপ্রাপ্ত ডাক্তার মোঃ কামরুল হাসান এবং একই মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক অবসরপ্রাপ্ত ডাক্তার সৈয়দা হোসনে আরাকে ঢাকায় আনা হয়েছে। সোমবার জরুরি ভিত্তিতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১ এস এইচ হেলিকপ্টারযোগে বরিশাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে তাঁদের। করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী সরকারের নীতিমালা অনুসরণ করে সর্বদা জরুরি সহায়তা প্রদান করে আসছে। ওহ অরফ ঃড় ঈরারষ চড়বিৎ-এর আওতায় করোনা ভাইরাস প্রতিরোধ কল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি নিশ্চিতকল্পে বাংলাদেশ বিমান বাহিনী জরুরী বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন (গঊউঊঠঅঈ) সেবা পেশাদারিত্বের সাথে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায়, ওই মেডিক্যাল ইভাকোয়েশন মিশনের মাধ্যমে জরুরী বিমান পরিবহন সেবা প্রদান করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে। বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ডাক্তার মোঃ কামরুল হাসান এবং ডাক্তার সৈয়দা হোসনে আরা এর শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে জরুরি ভিত্তিতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই১৭১ এসএইচ হেলিকপ্টার যোগে বরিশাল হতে ঢাকায় স্থানান্তর করা হয়। পরবর্তীতে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network