ঢাকা ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০
স্টাফ রিপোর্টার ॥ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বদরপুরে মা সালমা বেগম (২৫) ও তার দুই বছরের শিশুকন্যা তাসরিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে মেহেন্দিগঞ্জ উপজেলা সদরের বদরপুর এলাকায় নিজ ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুর বাবা ও সালমা বেগমের স্বামীর নাম আমজাদ হোসেন। তিনি পেশায় একজন দিনমজুর।
পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (০২ ডিসেম্বর) রাতে স্বামী আমজাদ হোসেনের সঙ্গে সালমা আক্তারের ঝগড়া হয়। এরপর সকালে সালমা আক্তারের মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় এবং শিশুর লাশের পাশে পরে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ ধারণা করছে- শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে মা সালমা বেগম নিজে আত্মহত্যা করেছেন।
মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবিদুর রহমান জানান, বুধবার দিনগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটতে পারে। বৃহস্পতিবার সকালে খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা না গেলেও হত্যার মূল রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
এছাড়াও মরদেহ সুরতহাল ও ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network