ঢাকা ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি॥ “কোভিড-১৯ প্রেক্ষাপটে প্রতিবন্ধী ব্যক্তিকে সম্পৃক্ত করি, নতুন করে টেকশই বিশ্বগড়ি” এ স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে পটুয়াখালী মহিপুর ইউনিয়নে ২৯তম আর্ন্তজান্তিক ও ২২ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে মহিপুর ইউনিয়ন পরিষদ চত্তর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালীটি মহিপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ চত্তর গিয়ে শেষ হয়। র্যালিতে মহিপুর সূর্যমুখী উন্নয়ন প্রতিবন্ধী সংস্থার সদস্যরা ও প্রতিবন্ধী শিক্ষার্থীরা অংশ নেয়। পরে মহিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে মহিপুর সূর্যমুখী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো.বেলাল হোসাইনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ ফজলু গাজি। বিশেষ অতিথি ছিলেন মহিপুর ইউনিয়ন পরিষদ সচিব আব্দুর রাজ্জাক, রিও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো.সাইদুর রহমান, মহিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. নাসির উদ্দিন, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদুল ইসলাম সেলিম,এবং প্রগতি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মোসা. লিজা প্রমূখ।
সভায় বক্তারা বলেন,প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং সম্পদ হিসেবে গড়ে তুলার গুরত্ব তুলে ধরেন। সূর্যোদয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো. বেলাল হোসেন বলেন, আজ প্রতিবন্ধী দিবসে সরকারের কাছে বলতে চাই আমাদের ভাতা যেন ৭৫০টাকা থেকে ৫০০০ হাজার টাকা করে দেওয়া হয়। এবং সকল ক্ষেত্রে যেন প্রবেশাধিকার নিশ্চিত করা হয়।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network