ঢাকা ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০
পটুয়াখালী প্রতিনিধিঃ বেতন বৈষম্য নিরসনে নিয়োগবিধি সংশোধন করে স্বাস্থ্য সহকারী ১৩ তম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১২তম ও স্বাস্থ্য পরিদর্শক ১১তম গ্রেডে উন্নিতকরনের দাবীতে সারা দেশের ন্যায় পটুয়াখালীতেও ইপিআই’র মাঠ পর্যায়ে ফ্রন্ট লাইনের করোনাযোদ্ধা বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশন ও স্বাস্থ্য পরিদর্শক এ্যাসোসিয়েশনের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা টিকাদান কার্যক্রম বন্ধ করে অনির্দিস্টকালের জন্য কর্মবিরতি কর্মসূচীর আজ বৃহষ্পতিবার (০৩ ডিসেম্বর) সপ্তম দিন চলছে।
গত ২৬ নভেম্বর বৃহষ্পতিবার হতে প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পটুয়াখালী জেলার সদর উপজেলাসহ সাতটি উপজেলার স্ব স্ব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মবিরতির অবস্থান কর্মসূচী পালন করে আসছে জেলার ৪৪৪ জন স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীবৃন্দ।
পটুয়াখালী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে সদর উপজেলার অর্ধশত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের সপ্তম দিনে কর্মবিরতির অবস্থান কর্মসূচীর পালনের সময় প্রধানমন্ত্রী কর্তৃক গ্রেডেশন করার প্রতিশ্রুতিবদ্ধ দাবীসমূহ দ্রুত বাস্তবায়ন করার জোরদাবী জানিয়ে বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য পরিদর্শক এ্যাসেসিয়েশনের সভাপতি ও দাবী বাস্তবায়ন সমন্বয় পরিষদের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম বিশ্বাস, জেলা হেলথ এ্যাসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ও দাবী বাস্তবায়ন সমন্বয় পরিষদের সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন, পরিষদের সদস্য মোঃ ইদ্রিস, দেলোয়ার হোসেন বিশ্বাস, চন্দন জাহান, রাশিদা বেগম, খোকন খাসকেল, সোনারানী, মহসিন মাহমুদ, খলিলুর রহমান, বাহাদুর সিকদার প্রমুখ স্বস্থ্যকর্মী। দাবী বাস্তবায়ন না করা পর্যন্ত কর্মবিরতি কর্মসূচী চলবে বলে বক্তারা হুঁশিয়ারী করেন।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network