ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বোনকে কুপিয়ে জখম করার মামলায় মো. আউয়াল খান (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। স্থানীয় পাতাবুনিয়া বাজার এলাকায় শনিবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এর আগে ৪ ডিসেম্বর ৫ বোনকে কুপিয়ে জখম করার অভিযোগে আউয়াল খানের বিরুদ্ধে থানায় একটি মামলা এজাহার হয়। গ্রেপ্তার আউয়াল খান ওই গ্রামের মৃত নুর মোহাম্মদ খানের ছেলে।
পটুয়াখালী র্যাব অফিস সূত্র জানায়, মামলার আসামি আউয়াল খান পালিয়ে ওই এলাকায় অবস্থান করছিলেন এমন খবর আসে। এসময় র্যাবের অভিযানিক টিম সেখানের উদ্দেশে রওনা হলে গাড়ি দেখে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা।
র্যাবের জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে ৫ বোনকে কুপিয়ে জখম করা মামলার আসামি। পরবর্তীতে র্যাব সদস্যরা তাকে গলাচিপা থানায় হস্তান্তর করে।’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network