ঢাকা ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০
গৌরনদী প্রতিনিধি
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর আশোকাঠী ব্রিজ সংলগ্ন এলাকায় মোটর সাইকেল-মাহেন্দ্রার সংঘর্ষে আজিজুল হক (৩৫) নামের এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহত আজিজুল গৌরনদী উপজেলার কালনা গ্রামের আব্দুল কাদেরের পুত্র।
গৌরনদী হাইওয়ে থানার এসআই মুজাম্মেল হক জানান, সোমবার দুপুর বারটার দিকে মহাসড়কের আশোকাঠী ব্রিজের উত্তর পাশের্^ মোটর সাইকেল-মাহেন্দ্রার সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল চালক আজিজুল ও মাহেন্দ্রা চালক গুরুতর আহত হয়। স্বজনরা মোটর সাইকেল চালক আজিজুল কে বরিশাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার (আজিজুল) মৃত্যু হয়। এঘটনায় মাহেন্দ্রাটিকে আটক করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network