ঢাকা ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী সদর উপজেলার উত্তর আউলিয়াপুর গ্রামের (মুচির পুল সংলগ্ন) ওয়াজেদ আলী হাওলাদারের বসত ঘরটি অগ্নিকান্ডে সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। রবিবার রাত ১ টার দিকে সংঘটিত ওই অগ্নিকান্ডে তার প্রায় ৮ লাখ টাকা সম্পদহানি ঘটে।
ওয়াজেদ আলী হাওলাদার পেশায় একজন কাঠমিস্ত্রী।
আউলিয়াপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলতাফ হোসেন ভুট্টো শরীফ জানান, প্রতিদিনের ন্যায় পরিবারের লোকজন রাতে খাবার শেষে ঘুমিয়ৈ পড়ে রাত ১ টার দিকে আগুনের লেলিহান শিখা দেখে লোকজন ডাক-চিৎকার শুরু করলে আশে পাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে পটুয়াখালী শহর থেকে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুনের সূত্রপাত জানা যায়নি।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network