ঢাকা ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০
ভোলায় যাত্রীবাহি বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক স্কুলশিক্ষকসহ ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪জন। সোমবার সকাল ১০ টার দিকে জেলার ইলিশা সড়কের ব্যারিস্টার কাচারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই সিএনজির যাত্রী ছিলেন।
নিহতরা হলেন- মাজহারুল ইসলাম জসিম (৫৫) ও জয় শিকবার। নিহত মাজহারুল ইসলাম সদর উপজেলার রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অন্যদিকে জয় শিকদার একজন ব্যবসায়ী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০ টার জেলার ইলিশা সড়কের ব্যারিস্টার কাচারি এলাকায় ভোলা সদর থেকে আসা বাস মালিক সমিতির মিনি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাজহারুল ইসলাম জসিম নিহত হন। আহত ৪ জনকে সদর হাসপাতালে ভর্তি করার পর জয় সিকদার নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়। জয় সিকদারের স্ত্রী টুম্পা মন্ডলকে মুমূর্ষু অবস্থায় বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাসের যাত্রীদের অভিযোগ, লঞ্চ ধরতে ব্যস্ত থাকায় বাসচালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন।
এদিকে, ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা যাত্রীবাহি বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এসময় প্রায় এক ঘন্টা ভোলা-লক্ষ্মীপুর সড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ভোলা থেকে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বেলা সাড়ে ১১টার পর ওই রুটে যান চলাচল স্বাভাবিক হয়।
এ প্রসঙ্গে ভোলা থানার এ এস আই আবু সাইদ জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network