ঢাকা ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০
বরগুনার পাথরঘাটায় সাত হাত লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার বেলা ১ টায় পাথরঘাটা পৌরসভার ৭ নং ওয়ার্ডের শংঙ্কর শীলের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। সাপটির ওজন সাড়ে ১৭ কেজি।
সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর মোসাফ্ফের হোসেন বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
বন বিভাগের সদর বিট কর্মকর্তা পলাশ চক্রবর্তী জানান, ধারণা করা হচ্ছে, বিশখালী নদীর তীরবর্তি জঙ্গল থেকে অজাগরটি খাদ্যের সন্ধানে লোকালয় এসে শংঙ্কর শীলের বাড়িতে আশ্রয় নেয়। পরে বেলা সাড়ে ১২ টার দিকে বাড়ির লোকজন হাস,মুরগির খোয়ারের দিকে গেলে সাপটি দেখতে পান। তারা পরে স্থানীয় সাপুরে গুরু তান্ত্রিক সম্রাট দুলাল মিয়াকে খবর দিলে তিনি এসে সাপটি উদ্ধার করেন। বিষয়টি পরে বন বিভাগকে জানানো হয়।
পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মনিরুল হক জানান, সাপটি উদ্ধারের পরে হরিণঘাটা বনে ছেড়ে দেওয়া হয়েছে। এ ধরনের অজগর সাপ সাধারণত সুন্দরবন থেকে নদী পার হয়ে পাথরঘাটায় চলে আসে বলেও জানান ওই কর্মকর্তা।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network