ঢাকা ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের আজকের প্রথম ম্যাচটা বেশ কিছু বিস্ময় উপহার দিয়েছে। মিনিস্টার রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যেমন বিধ্বংসী সেঞ্চুরি হাঁকিয়েছেন, তেমনই ফরচুন বরিশালের পেসার কামরুল ইসলাম রাব্বি করেছেন হ্যাটট্রিক। ৪ ওভারে ৪টি করে চার ও ছক্কায় তিনি ৪৯ রান খরচ করেন। কিন্তু ৫ বলে ৪ উইকেট তুলে নিয়ে রাব্বি টুর্নামেন্টে প্রথম হ্যাটট্রিক উপহার দেন। টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করা বাংলাদেশের মাত্র তৃতীয় বোলার রাব্বি।
আগে ব্যাটিংয়ে নেমে বেদম পিটুনি শুরু করেছিল রাজশাহীর দুই ওপেনার শান্ত আর ইমন। এমন উত্তাল ব্যাটিংয়ের সামনে ইনিংসের শেষ ওভারটি কামরুল রাব্বির হাতেই তুলে দেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। সে ওভারের প্রথম বলেই লংঅফে ক্যাচ তুলে দেন নুরুল হাসান সোহান। পরের বলটি ছিল অফস্ট্যাম্পের বাইরে, চালিয়ে খেলতে গিয়ে কভারে দাঁড়ানো তামিমের হাতেই ধরা পড়েন সেঞ্চুরিয়ান নাজমুল শান্ত (৫৪ বলে ১০৯)।
তৃতীয় তথা হ্যাটট্রিক বলে ফরহাদ রেজার তুলে দেওয়া ক্যাচ লং অফে লুফে নেন সাইফ হাসান। জায়ান্ট স্ক্রিনে রাব্বির হ্যাটট্রিকের কথা লেখা হলেও রাব্বিসহ বরিশালের ফিল্ডারদের শরীরী ভাষায় মনে হচ্ছিল বিষয়টা কেউ বুঝতে পারেনি। ওভারের চতুর্থ বলে বাউন্ডারি হাঁকান সাইফউদ্দিন। কিন্তু পরের বলেই তিনি সাইফ হাসানের হাতে ধরা পড়েন। এভাবেই ৫ বলে ৪ উইকেট পাওয়া হয়ে যায় রাব্বির। তার আগে দেশি বোলারদের মধ্যে হ্যাটট্রিক করেছেন আলআমিন হোসেন (দুইটি) ও আলিস আল ইসলাম।
৫ বলে ৪ উইকেট নিয়ে বরিশালের রাব্বির হ্যাটট্রিক
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের আজকের প্রথম ম্যাচটা বেশ কিছু বিস্ময় উপহার দিয়েছে। মিনিস্টার রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যেমন বিধ্বংসী সেঞ্চুরি হাঁকিয়েছেন, তেমনই ফরচুন বরিশালের পেসার কামরুল ইসলাম রাব্বি করেছেন হ্যাটট্রিক। ৪ ওভারে ৪টি করে চার ও ছক্কায় তিনি ৪৯ রান খরচ করেন। কিন্তু ৫ বলে ৪ উইকেট তুলে নিয়ে রাব্বি টুর্নামেন্টে প্রথম হ্যাটট্রিক উপহার দেন। টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করা বাংলাদেশের মাত্র তৃতীয় বোলার রাব্বি।
আগে ব্যাটিংয়ে নেমে বেদম পিটুনি শুরু করেছিল রাজশাহীর দুই ওপেনার শান্ত আর ইমন। এমন উত্তাল ব্যাটিংয়ের সামনে ইনিংসের শেষ ওভারটি কামরুল রাব্বির হাতেই তুলে দেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। সে ওভারের প্রথম বলেই লংঅফে ক্যাচ তুলে দেন নুরুল হাসান সোহান। পরের বলটি ছিল অফস্ট্যাম্পের বাইরে, চালিয়ে খেলতে গিয়ে কভারে দাঁড়ানো তামিমের হাতেই ধরা পড়েন সেঞ্চুরিয়ান নাজমুল শান্ত (৫৪ বলে ১০৯)।
তৃতীয় তথা হ্যাটট্রিক বলে ফরহাদ রেজার তুলে দেওয়া ক্যাচ লং অফে লুফে নেন সাইফ হাসান। জায়ান্ট স্ক্রিনে রাব্বির হ্যাটট্রিকের কথা লেখা হলেও রাব্বিসহ বরিশালের ফিল্ডারদের শরীরী ভাষায় মনে হচ্ছিল বিষয়টা কেউ বুঝতে পারেনি। ওভারের চতুর্থ বলে বাউন্ডারি হাঁকান সাইফউদ্দিন। কিন্তু পরের বলেই তিনি সাইফ হাসানের হাতে ধরা পড়েন। এভাবেই ৫ বলে ৪ উইকেট পাওয়া হয়ে যায় রাব্বির। তার আগে দেশি বোলারদের মধ্যে হ্যাটট্রিক করেছেন আলআমিন হোসেন (দুইটি) ও আলিস আল ইসলাম।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network