ঢাকা ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,১৭ ডিসেম্বর।। সাগর কন্যা খ্যাত পর্যটন কেন্দ্র কুয়াকাটা পৌর নির্বাচন ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। বৃহস্পতিবার বেলা এগারোটায় নৌকা ও স্বতন্ত্র মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৪ জন আহত হয়েছে। কুয়াকাটা পৌর সভার ৪ নম্বর ওয়ার্ডের মেলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় কুয়াকাটা পৌর এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী আনোয়ার তার সমর্থকদের নিয়ে যাচ্ছিল। এসময় নৌকা মার্কার সমর্থকরা বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়িতে পরে। এতে জগ মার্কা স্বতন্ত্র মেয়র প্রার্থীর সমর্থক আ: হক হাং, মো. ফিরোজ, মো. সেলিম, আ: বারেক, রাসেল, আ: রব মাঝি, হোসেন গাজী, আলী হায়দার, ছগির মোল্লা, আলাউদ্দিন আহত হয়। এছাড়া আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থীর নৌকা মার্কা সমর্থক রাকিবুল, রাকিব, হাসিব, ইউসুব, রাসেল, মিজানুর, আবু ছালেহ, শাহ্জালাল ও দুলাল গুরুতর আহত হয়। এদেরকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ বিষয়ে জগ মার্কা স্বতন্ত্র মেয়র প্রার্থী আনোয়ার হাওলাদর ও আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কা মেয়র প্রার্থী আ:বারেক মোল্লা একে অপরের উপর দোষ চাপিয়েছেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network