ঢাকা ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে বশির মীর (২৬) নামে একজনকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ।
পটুয়াখালীর গলাচিপায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে বশির মীর (২৬) নামে একজনকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ।
পটুয়াখালীর গলাচিপায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে বশির মীর (২৬) নামে একজনকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। উপজেলার ডাকুয়া ইউনিয়নের পূর্ব আটখালী গ্রামের মৃত খোরশেদ মীরের ছেলে বশির।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ধর্ষণের শিকার তরুণী নিজেই বাদী হয়ে গলাচিপা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই আসামি বশিরকে গ্রেফতার করে গলাচিপা থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার তরুণীর কাছ থেকে অনেক পূর্বে বশির মীর ৫শ’ টাকা ধার নেয়। তারই সূত্র ধরে গত ১০ অক্টোবর রাত ৯টায় পুকুরপাড়ে পানি আনতে গেলে ধারের টাকা ফেরত দেয়ার কথা বলে তাদের বসত ঘরের বারান্দায় নিয়ে যায়। কথার একপর্যায়ে ধর্ষিতার মুখ চেপে ধরে ধর্ষণ করে। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়মিত শারীরিক মেলামেশা করতে থাকে। পরে বিয়ে করার কথা বললে টালবাহানা করতে থাকে বশির। একপর্যায়ে বিয়ে করতে অস্বীকার করায় ওই তরুণী থানায় মামলা দায়ের করেন।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতেই ধর্ষক বশিরকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network