ছাত্রাবাসে ধর্ষণের প্রতিবাদে বরিশাল ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০

ছাত্রাবাসে ধর্ষণের প্রতিবাদে বরিশাল ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা
সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে ছাত্রলীগ কর্তৃক স্বামীর সামনে স্ত্রীকে এবং খাগড়াছড়িতে মানসিক ভারসাম্যহীন নারীকে গণধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২০, বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে গেছে । সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সদর রোড টাউন হল সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয় চত্বর থেকে মহানগর ছাত্রদলের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করা হয়। এ সময় পুলিশ সদস্যরা মিছিলে বাধা দেন। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। পরে নেতাকর্মীরা বাধার মুখে মিছিল না করতে পেরে দলীয় কার্যালয়ের পাশে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

 

সংবাদটি শেয়ার করুন