ঢাকা ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১
প্রত্যাশা পূরণের দায়িত্বভার কাঁধে নিয়ে নবনিযুক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার বরিশালে এসে পৌঁছেছেন। তিনি রবিবার নতুন কর্মস্থলে যোগদান করেছেন।
সকাল সাড়ে ১০টায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে সুধীজনদের উপস্থিতিতে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন।
এদিকে নতুন জেলা প্রশাসকের আগমনে বরিশালের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নানা প্রত্যাশা কামনা করেছেন। বরিশালের শিক্ষক, সমাজসেবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উন্নয়নকর্মী সাংবাদিকদের মতে, এখানকার উন্নয়নে পরিকল্পিত পদক্ষেপ নিবেন নবাগত জেলা প্রশাসক এটাই তাদের কামনা। জেলার ১০ উপজেলার নানা অসঙ্গতি তাকে দুর করতে হবে। প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর জসিম উদ্দিন হায়দারকে বরিশালের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করেন সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিযুক্ত করা হয়েছে।
নবাগত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার নোয়াখালীর এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি উচ্চ শিক্ষা গ্রহণ করেন। সর্বশেষ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালক (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network