ঢাকা ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২১
আগামী ২৮ জানুয়ারি ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবীরা পূর্ণ প্যানেলের মনোনয়নপত্র ক্রয় করেছেন। মনোনয়নপত্র ক্রয়ের শেষ দিন ১৪ জানুয়ারি বৃহস্পতিবার নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মীর রফিকুল ইসলাম আজমের কাছ থেকে এ দুটি প্যানেল তাদের মনোনয়নপত্র ক্রয় করেছেন বলে তিনি জানিয়েছেন।
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের সভাপতি পদে বর্তমান সভাপতি ও পিপি অ্যাডভোকেট আব্দুল মন্নান রসুল ও সাধারণ সম্পদক পদে বর্তমান সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পিপি আ. স. ম মোস্তাফিজুর রহমান মনু এবং বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি পদে শহর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট হুমায়ূন কবির বাবুল ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট নুর হোসেন প্যানেলসহ মনোনয়ন ক্রয় করেন । তবে বিএনপি সমর্থিত প্যানেলের বাইরে গিয়ে শহর বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট নাসিমুল হাসানও সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র ক্রয় করেছেন বলে জানা গেছে।
এছাড়াও আওয়ামী লীগ সমর্থিত প্যানেলে সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মঞ্জুর হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে এপিপি অ্যাডভোকেট বনি আমিন বাকলাই, শ্রী কার্তিক চন্দ্র দত্ত, অ্যাডভোকেট সৈয়দ মোঃ জাহাঙ্গির শামীম, ভিজিলেন্স সম্পাদক পদে অ্যাডভোকেট মাহাবুবুর রহমান তালুকদার, লাইব্রেরী সম্পাদক পদে অ্যাডভোকেট সঞ্জয় কুমার মিত্র, ভর্তি সম্পাদক পদে অ্যাডভোকেট মু. জাকারিয়া রহমান জিহাদ, নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট আব্দুল আলিম ও অ্যাডভোকেট বিভূতী ভূষণ রায় মনোনয়নপত্র ক্রয় করেন।
অপরদিকে বিএনপি সমর্থিত প্যানেলের সহ-সভাপতি পদে অ্যাডভোকেট এ ওয়াই আবু সাইদ, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোবাশ্বের আলী ভূইয়া বাদশা, অ্যাডভোকেট হাসান সিকদার, মিজানুর রহমান মুবিন, ভিজিলেন্স সম্পাদক পদে অ্যাডভোকেট নুরুল ইসলাম খান, লাইব্রেরী সম্পাদক পদে অ্যাডভোকেট মাসুম হাওলাদার, ভর্তি সম্পাদক পদে অ্যাডভোকেট আনিচুর রহমান খান, নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট মাহেব হোসেন ও অ্যাডভোকেট শামিম আলম বাকলাই মনোনয়নপত্র ক্রয় করেন।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মীর রফিকুল ইসলাম আজম ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এবারের নির্বাচনে আইনজীবী সমিতির ১৪৪ জন ভোটার আগামী ২৮ জানুয়ারী ভোট প্রদান করবেন বলে জানা গেছে।’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network