ঢাকা ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১
বরিশালে বিএনপি নেতা জহিরউদ্দিন স্বপনের বাসভবনে হামলা ॥ ভাঙচুর ॥ আহত ১৫
স্টাফ রিপোর্টার ॥ নিজ জন্মভূমি গৌরনদীতে যেতে পারছেন না। তাই বরিশাল মহানগরীতে তার অপর বাড়িতে বসে কর্মী সভা করছিলেন। সেখানেও ব্যাপক হামলা ভাংচুর করা হয়েছে। রোববার নগরীর ভাটিখানা প্রথম গলিতে এ ঘটনা ঘটে। এ সময়ে বরিশাল গৌরনদী-আগৈলঝাড়া (১) আসনের সাবেক সংসদ ও বিএনপি নেতা জহির উদ্দিন স্বপনের বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর করাসহ কর্মীদের মারধর করা পাওয়া গেছে। কাউনিয়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেও হামলাকারীদের কাউকে আটক করতে পারেনি। হামলায় বিএনপি নেতার অন্তত ১৫ কর্মী আহত হয়েছেন। হামলার ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ করেছেন বিএনপি নেতা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ রবিবার সকালে গৌরনদী আসন্ন পৌর মেয়র নির্বাচন উপলক্ষে বিএনপি মনোনীত প্রার্থী হান্নান শরীফসহ এলাকার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বরিশাল নগরীর ভাটিখানা রোডস্থ শরিকল ভবনে সভা করছিলেন সাবেক এমপি জহির উদ্দিন স্বপন। দুপুর আনুমানিক ২টার দিকে অন্তত অর্ধশত লোক একত্রিত হয়ে বাসভবনে অতকির্ত হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে। এসময় তাদের প্রতিরোধ করতে উদ্যোগী হলে গৌরনদী ছাত্রদল নেতা হাফিজুর রহমান, রাসেল খন্দকার, রুকুনুজ্জামান ও রাজিব খানসহ প্রায় ১৫ জনকে পিটিয়ে আহত করে।
সাবেক সাংসদ বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন জানান, তিনি দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের অত্যাচারে নিজ গ্রামের মায়ের কবরে পর্যন্ত যেতে পারছেন না। এলাকায় গিয়ে একাধিকবার রাজনৈতিক হামলার শিকার হওয়ার কারণে আজ বরিশালের নিজ বাসায় বসেও নির্বাচন পরিচালনা কমিটি ও দলীয় নেতা-কর্মীদের সাথে কথা বলছিলেন। এসময় আকস্মিক আওয়ামী লীগের লোকজন হামলা চালিয়েছে। তবে এই হামলায় কে বা কারা জড়িত তা স্পষ্ট করেননি বিএনপি নেতা।
গৌরনদী গৌরসভার বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হান্নান শরীফ অভিযোগ করেন, হামলাকারীরা বাসার বেশকিছু আসবাবপত্র ভাঙচুর করেছে। এবং এই হামলায় তাদের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। তার অভিযোগ, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলেও কাউকে আটক করেনি। পরবর্তীতে হামলাকারীরা পালিয়ে যায়।
তবে কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) সগির আহম্মেদ দাবি করেছেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে, অতর্কিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে দাবি রেখেছেন বরিশাল উত্তর জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ।’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network