ঢাকা ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২১
পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল এবং তার স্ত্রী লায়লা পারভীনের বিরুদ্ধে ২০১৯ সালের ৩০ ডিসেম্বর দায়েরকৃত পৃথক তিনটি মামলার চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছেন দুদক। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আলী আকবর।
তিনি বলেন, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ১নম্বর খাস খতিয়ানের সরকারি জায়গা দখল করে বাড়ি নির্মাণ, পিরোজপুর সদরের সরকারি ও অন্যান্য ব্যক্তি মালিকানার জমি, স্বরূপকাঠি (নেছারাবাদ) এ কে এম এ আউয়াল ফাউন্ডেশন ও পাঠাগারের নামে খাস জমি দখল করে অবৈধভাবে ভবন নির্মাণ করার পৃথক তিনটি মামলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। তিনটি মামলাই সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনের অপরাধ প্রমাণিত হওয়ায় চার্জশিটের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, সম্পদ অর্জনের মামলায় দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি (২০২১) রবিবার এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিয়েছেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালত।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network