ঢাকা ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১
বরগুনা পৌরসভা নির্বাচনে জাল ভোট দিতে আসায় ৬ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ জানুয়ারি) ভোটগ্রহণের শেষ সময়ে বরগুনা সরকারি কলেজে ১ নম্বর কেন্দ্রের ৬, ৭, ৮ নম্বর বুথ থেকে তাদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আটককৃতরা হলেন- নাইম (১৮), রেজাউল করিম (১৯), ইয়াসিন আরাফাত (২০), মাসুদ (২১), জাহিদুল ইসলাম রাব্বি (২১) এবং জাফর (২৬)।
ভোটকেন্দ্র সূত্র জানায়, জাল ভোট দেয়ার উদ্দেশে ভোট কেন্দ্রে আসেন তারা। জাল ভোট বুথের নির্বাচনী কর্মকর্তাদের কাছে অভিযোগ করলে তারা তাদের জালিয়াতি ধরে ফেলেন।
১ নং ওয়ার্ডের কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল নিজামী সাংবাদিকদের বলেন, তারা ভোট দিতে এসে তাদের ভোট নাম্বার দেখালে সেটা জাল বলে প্রতীয়মান হওয়ায় তাদেরকে আটক করা হয়। ভোটগ্রহণ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network