ঢাকা ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১
ঝালকাঠি প্রতিনিধি ॥
ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। শনিবার রাতে ভোট গণনা শেষে নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আরিফুর রহমান বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করেন।
তিনি পেয়েছেন ১৪ হাজার ৫৬৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মো. শাহ জালাল হাতপাখা প্রতীকে পেয়েছেন ৯২৪ ভোট। নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনিত মেয়র প্রার্থী পেয়েছেন ৩৭৫ ও আওয়ামী লীগের বিদ্রোহী (সতন্ত্র) প্রার্থী কে এম মাছুদ খান মোবাইল প্রতীকে পেয়েছেন ৩২৮ ভোট। এদিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মো. পলাশ তালুকদার, ২ নম্বর ওয়ার্ডে মো. নূরে আলম হাওলাদার, ৩ নম্বরে রেজাউল ইসলাম চৌধুরী, ৪ নম্বরে বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী, ৫ নম্বরে মো. মামুন মাহমুদ, ৬ নম্বরে মো. ফিরোজ আলম খান, ৭ নম্বরে শহিদুল ইসলাম টিটু, ৮ নম্বরে আব্দুল্লাহ আল মামুন লাভলু ও ৯ নম্বরে মো. মানিক হাওলাদার। এছাড়াও সংরক্ষিত কাউন্সিলর ১,২,৩ নম্বর ওয়ার্ডে খাদিজা পারভীন, ৪,৫,৬ নম্বর ওয়ার্ডে দিলরুবা বেগম ও ৭,৮,৯ নম্বর ওয়ার্ডে নুরুন্নাহার বেগম নির্বাচিত হয়েছেন। কাউন্সিলরদের মধ্যে শুধুমাত্র সংরক্ষিত ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের নুরুন্নানাহার বেগম বিএনপি সমর্থিত। অন্য সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network