ঢাকা ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১
গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচন পরবর্তী সহিংসতায় এক পরাজিত কাউন্সিলর প্রার্থী বাড়ি ও ২টি মটর সাইকেল ভাঙচুর ও পৃথক সংষর্ষে নারীসহ ৮জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে বরিশাল ও ৪ জনকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রোববার পৃথক ভাবে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পৌরসভার ৭নং ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম সুমন অভিযোগ করেন, শনিবার নির্বাচনের ফলাফর ঘোষনার পর অপর পরাজিত কাউন্সিলর প্রার্থী দেলোয়ার হোসেনের ৪০ থেকে ৫০ জন সমর্থকর তাদের আশোকাঠিস্থ বাড়িতে হামলা চালায়। এ সময় তার বিল্ডিংএর একাধিক জানালার গ্লাস ও ২টি মটর সাইকেল ভাঙচুর করে এবং তার ভাবি সুলতানা বেগম (৩৫) ও তানজিলা আক্তারকে (৩২) মারধর করে। এ ছাড়া একই ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর প্রার্থী শাখাওয়াত হোসেন সুজন হাওলাদারের দুই সমর্থককে রক্তাক্ত জখম করে পরাজিত প্রার্থী দেলোয়ারের সর্মকরা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ৫নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর আমিনুল ইসলাম শাহীন ও পরাজিত কাউন্সিলর প্রার্থী রেজাউল করিমের সমর্থকদের মধ্যে পৃথক সংঘর্ষে সুমন বয়াতি (২৬), মান্নান সরদার (২৮), রুবেল সরদার (৩৬) ও সিদ্দিকুর রহমান (৬৫) আহত হয়।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network