ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২১
খবর বিজ্ঞপ্তি ॥ বরিশালের রেঞ্জ ডিআইজি জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম বলেছেন ‘বর্তমান ও আগের পুলিশ এক নয়’। তিনি পুলিশের সহযোগিতা নেওয়ার পাশাপাশি পুলিশকে সহায়তা করতে আহবান জানান। পিরোজপুর জেলার বঙ্গবন্ধু চত্ত্বর সিও অফিস মোড়ে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, ইভটিজিং, নারী-শিশু নির্যাতন, সাইবার অপরাধ সহ সকল অপরাধ প্রতিরোধে অপরাধ বিরোধী বিট পুলিশিং জনসভা এবং মাদকসেবী/ব্যবসায়ীদের আত্মসমর্পণ সংক্রান্ত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখার সময় এ কথা বলেন।।
ডিআইজি পিরোজপুর জেলা বার্ষিক পরিদর্শনে বিভিন্ন প্রোগ্রামের অংশ হিসেবে পিরোজপুরের বঙ্গবন্ধু চত্ত্বর সিও অফিস মোড়ে সাধারণ মানুষের সাথে এক বিট পুলিশিং জনসভায় মতবিনিময় করেন। সাধারণ মানুষকে সমাজের বিভিন্ন অপরাধ সম্পর্কে সচেতন করতে এবং সামাজিক ও রাষ্ট্রীয় অপরাধ অপরাধ সনাক্তকরণ ও দমনে বিট পুলিশিং এর গুরুত্ব বিষয়ে তিনি বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি মাদক, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, চুরি-ডাকাতি ইত্যাদি সহ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের মতো সামাজিক ও রাষ্ট্রীয় অপরাধের বিরুদ্ধে জনগণকে এক থাকার আহবান জানান।
প্রধান অতিথি মাদককে সামাজের নিকৃষ্ট ক্ষত, কালো ও ভয়াল থাবা হিসেবে উল্লেখ করেন। তিনি মাদকের কুফল বর্ণনা করতে গিয়ে বলেন, একজন মাদকাসক্ত ব্যক্তি শুধু তার নিজ পরিবার নয়, সমাজ ও রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে। তিনি মাদকসেবী/ব্যবসায়ীদের আত্মসমর্পণ অনুষ্ঠানে আত্মসমর্পণকারী মাদকসেবী/ব্যবসায়ীদেরকে মাদকের অন্ধকার জগত ছেড়ে আলো ঝলমলে নতুন জীবনপথে ফিরিয়ে আনতে ফুলদিয়ে বরণ করেন। তিনি তাদের বিভিন্ন জীবনোপকরণ দিয়ে সমাজে পুনর্বাসিত হয়ে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখান।
মাদকের প্রতি কঠোর হুশিয়ারি এবং শূন্য সহনশীলতা ঘোষণা করে প্রধান অতিথি বলেন, মাদক ব্যবসায়ীদের জায়গা হবে জেলখানা। আর মাদক ব্যবসা ছেড়ে দিয়ে ভালো কাজে আসলে সর্বত সহায়তা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
ডিআইজি যুবসমাজকে মাদকের ভয়ঙ্কর গ্রাস থেকে বাঁচার জন্য সিগারেট স্পর্শ করতে নিষেধ করেন। তিনি বলেন, সিগারেট থেকেই মাদকের হাতেখড়ি হয়। ধূমপানের কুফলের মতোই যুবক-যুবতিদের ফেইসবুক-ইউটিউবের আসক্তি থেকে বের হতে এবং সাইবার দুনিয়ার প্রতারণার ফাঁদ এর ব্যাপারও তিনি সতর্ক করেন।
এর আগে ডিআইজি পিরোজপুর জেলার সদর থানা এবং শহর পুলিশ ফাঁড়ি (ঃড়হি ঢ়ড়ষরপব ড়ঁঃঢ়ড়ংঃ) এর নবনির্মিত গেইট উদ্বোধন করেন এবং বিট পুলিশিং কার্যালয় পরিদর্শন করেন।
পুলিশ সুপার, পিরোজপুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পিরোজপুর জেলা, সরকারি সোহারওয়ার্দী কলেজ, পিরোজপুর এর অধ্য্যক্ষ, পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network