বরিশাল সদরের চাঁদপুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী জি এম ফারুক

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২০

বরিশাল সদরের চাঁদপুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী জি এম ফারুক

দখিনের চোখ  >>  ৭১’র মুক্তিযুদ্ধের সম্মুখ যোদ্ধা টাঁদপুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড খন্তাখালী গ্রামের আঃ রশিদ হাওলাদারের জোঠ্য পুত্র ইউনিয়ন আ’লীগের বারবার নির্বাচিত সাধারন সম্পাদক মাষ্টার জি এম ফারুক আসন্ন ২০২১ ইউপি নির্বাচনে বরিশাল সদর উপজেলার ৮ নং চাঁদপুরা ইউনিয়নে আ’লীগ দলীয় মনোনয়ন পেলে চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা পোষন করেন। গত নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন চেয়েছিলেন দল তাকে মনোনয়ন না দেয়ায় দলীয় সিদ্ধান্ত মান্য করে সে বার দলীয় প্রার্থী মোঃ হেলাল উদ্দিন খানের পক্ষে সমর্থন দেন। সদা হাস্যজ্জ্বল সদালাপি জি এম ফারুক আগামী ইউপি নির্বাচনে দল থেকে মনোনয়ন পাবে বলে আশা ব্যক্ত করেন। তিনি প্রতিবেদককে জানান, আজন্ম আ’লীগ পরিবারের সন্তান আমি । দেশ ও দলের জন্য আমার পরিবারের সকল সদস্যের রয়েছে ভালবাসা ও ত্যাগ তাই এ বারের ইউপি নির্বাচনে দলের নীতি নির্ধারকরা ও তৃনমুলের নেতা কর্মিরা আমায় মুল্যায়ন করবে বলে আমার বিশ্বাস। দল যদি আমাকে মনোনয়ন দেন তা হলে ইউনিয়নের সকল মানুষের ভালবাসা পরামর্শ নিয়ে ইউনিয়নের উন্নয়নে কাজ করব।

সংবাদটি শেয়ার করুন