ঢাকা ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২১
বরিশালে সমাবেশ চলা অবস্থায় বিএনপির দুই গ্রুপের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। কয়েক মিনিট ধরে নেতাকর্মীরা একে অপরের ওপর চেয়ার ছুড়তে থাকেন। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সর্বশেষ ৬ সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ৬ সিটিতে সমাবেশের ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থীরা। এ ধারাবাহিক কর্মসূচির প্রথম সমাবেশ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বরিশাল জেলা স্কুল মাঠে শুরু হয়।
সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ।
সমাবেশে বিভিন্ন এলাকা থেকে নেতৃবৃন্দ তাদের সমর্থকদের নিয়ে উপস্থিত হন। ভিডিওতে দেখা গেছে বিকাল ৫টা দিকে সমাবেশে চলা অবস্থায় হঠাৎ করে নিজেদের মধ্যে চেয়ার মারামারি শুরু করেন নেতা-কর্মীরা। মাঠের মধ্যে দুটি অংশে বিভক্ত হয়ে চলে চেয়ার ছোড়াছুড়ি। কয়েক মিনিট ধরে চলে। পরে নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর কিছুক্ষণ পরে আবার সমাবেশ শুরু হয়। তাৎক্ষণিকভাবে কোন কোন গ্রুপ সংঘর্ষে জড়িয়েছেন তা জানা যায়নি।
এদিকে বরিশালের মহাসমাবেশ সফল করতে ঢাকা থেকে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিদেশ বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া বিএনপি প্রার্থী তাবিথ আউয়ালও যোগ দেন।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network